আবারও ৫ বছরের জন্য নির্বাচিত হলেন জিনপিং

লেখক:
প্রকাশ: ২ years ago

টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট ও দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন শি জিনপিং। রোববার কমিউনিস্ট পার্টির কংগ্রেসে জিনপিংকে নির্বাচিত করা হয়। এর ফলে মাও সেতুংয়ের পর দেশের সবচেয়ে শক্তিশালী শাসক হিসাবে জায়গা করে নিলেন জিনপিং।

দলে জিনপিংয়ের পরেই এখন সাংহাই কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াংয়ের অবস্থান। আগামী বছরের মার্চ মাসে লি কেকিয়াং প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পর তার স্থলাভিষিক্ত হবেন লি কিয়াং।

নির্বাচিত হওয়ার পর জিনপিং বলেছেন, ‘আপনারা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দল ও জনগণের মহান আস্থার যোগ্য প্রমাণ করার জন্য আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছি।’

সাত সদস্যের নতুন স্ট্যান্ডিং কমিটিতে শি জিনপিং এবং লি কিয়াং ছাড়াও রয়েছেন আগের কমিটির ঝাও লেজি ও ওয়াং হুনিং। নতুন করে যুক্ত হয়েছেন কাই কুই, ডিং জুয়েশিয়াং ও লি শি।