যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হেলডন নগর থেকে পুনরায় স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের তাহসিনা আহমেদ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
তাহসিনা আহমেদ হেলডন শহরের প্রথম বাঙালি নারী কাউন্সিলর। তার পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। বাবার নাম আমিন আহমেদ ও মা দিলশান আহমেদ। তাহসিনা প্রথম দফায় ২০১৪ সালে কাউন্সিলর নির্বাচিত হন। এবার দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচিত হয়ে পুনরায় দায়িত্বগ্রহণ করেছেন।
নির্বাচিত হওয়ার পর তাহসিনা আহমেদ এক প্রতিক্রিয়ায় জানান, মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি যুক্তরাষ্ট্রের হেলডনে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে কাজের পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তাহসিনা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com