প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন এ অভিনেত্রী।
সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে পথচলা শুরু করে মিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় একজন তারকা হিসেবে। বর্তমানে তিনি সিনেমায়ই মনোযোগ দিয়েছেন। কাজ করে যাচ্ছেন আপন মনে।
পর্দার বাইরের মিম বেশ মিশুক আর চমৎকার মনের মেয়ে হিসেবে সমাদৃত। তার বিনয় ও ব্যবহারের প্রশংসা সবখানে। শোবিজ সামলে তিনি পরিবারকে সময় দেন নিয়মিত। প্রায়ই দেখা যায় স্বামী, মা, বাবা ও বোনকে নিয়ে নানা আয়োজনে।
গত কয়েক বছর ধরে তিনি শামিল হন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। অন্য ধর্মের হয়েও ইফতার আয়োজনে সম্প্রীতির বার্তা দেন তিনি। এবারও তার ব্যাতিক্রম হলো না।
রোববার (৩ এপ্রিল) প্রথম রমজানে ইফতারের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। তবে তার স্বামী সনি পোদ্দার অনুপস্থিত।
ছবিতে দেখা যায়, তিনি সপরিবারে শামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে।’
মিমের এই ছবি নেটিজেনদের নজর কেড়েছে। সবাই প্রশংসা করছেন এই নায়িকার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com