প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আবারও বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় র্যালি উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ট্রাকে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি। এ মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলাকে যারা অস্বীকার করে, যারা ধারণ করে না, উচ্চারণ করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আগামী নির্বাচন ডিসেম্বর থেকে আরেক ডিসেম্বর।’
আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ কারা- নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রতিপক্ষ বিএনপির নেতৃত্বে জয় বাংলাবিরোধী সাম্প্রদায়িক শক্তি। জয় বাংলাবিরোধী মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তি বিএনপির সঙ্গে লড়াইয়ে মুক্তিযুদ্ধের শক্তি বিজয়ী শক্তি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। বিজয়ের পতাকা উড়বে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত বাংলাদেশে।’
‘সবাই এক, ঐক্যবদ্ধ। আজ আমরা জয় বাংলা স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হব। আবার ঐক্যবদ্ধ হব।’ এ সময় সমবেতদের নিয়ে ‘নৌকা’, ‘শেখ হাসিনা’, ‘আরও জোরে’, ‘নৌকা’, ‘শেরেবাংলার নৌকা’, ‘মওলানা ভাসানীর নৌকা’, ‘বঙ্গবন্ধুর নৌকা’, ‘শেখ হাসিনার নৌকা’- এসব স্লোগান দেন।
এটি স্মরণকালের বড় বিজয় শোভাযাত্রা হবে আশাবাদ ব্যক্ত করে র্যালির উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।