আবারও অনভিজ্ঞ কোচের হাতে বাংলাদেশের ফুটবল

:
: ৬ years ago

অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ওর্ড চাকরি ছাড়ার পর একজন নতুন বিদেশি কোচ খুঁজছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় দেড় মাস পর নতুন কোচ চূড়ান্ত করতে পেরেছে তারা। এবার লাল-সবুজ জার্সিধারীদের দায়িত্ব নিতে আসছেন একজন ব্রিটিশ কোচ। জেমি ডে নামের ৩৮ বছর বয়সের এ কোচ জুনের প্রথম সপ্তাহে ঢাকায় আসার কথা।

ফুটবলে কোচ আসা-যাওয়া নতুন কিছু নয়। সে ধারাবাহিকতায়ই আরেকজন বিদেশির নাম যোগ হচ্ছে বাংলাদেশের ফুটবল দলের কোচের তালিকায়। জেমি হবেন বাংলাদেশের ২১তম বিদেশি এবং দ্বিতীয় ব্রিটিশ কোচ। এর আগে ২০০২ সালে মার্ক হ্যারিসন নামের এক ইংলিশ অল্প দিনের জন্য বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন।

দেড় মাস আগে চাকরি ছেড়ে যাওয়া অ্যান্ড্রু ওর্ডের মত নতুন কোচও অনভিজ্ঞ। এই প্রথম কোনো জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন তিনি। কোনো দেশের তো নয়ই, বড় কোনো ক্লাবের দায়িত্বও পালন করেননি জেমি। বাংলাদেশের আগে তিনি ছিলেন ইংল্যান্ডের পঞ্চম বিভাগ লিগের ক্লাব ব্যারো এফসির সহকারী কোচ।

নতুন কোচের সঙ্গে এক বছরের চুক্তি করছে বাফুফে। তবে নভেম্বরের আগে কোনো পক্ষই চুক্তি ভঙ্গ করতে পারবে না। জেমির অ্যাসাইনমেন্ট শুরু হবে আগস্ট-সেপ্টেম্বরে এশিয়ান গেমস দিয়ে।