আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

পায়ের ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের।

মঙ্গলবার সকালে ভারতের দেরাদুনগামী বিমানে চড়ার কথা ছিল ফিজের। সফরের ১০ ঘণ্টা আগে জানা গেল আসন্ন সিরিজে তার না খেলার কথা। কাটার মাস্টারের বিকল্প খেলোয়াড় এখনো ঘোষণা করেনি বিসিবি।

সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাঁ-পায়ে এক্সরে করার পর মোস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইপিএল থেকে বয়ে আনা চোট সারতে লাগতে পারে তিন সপ্তাহ। দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ শুরু ৩ জুন।

আইপিএলে খেলার মধ্যে থাকায় আফগানিস্তানের বিপক্ষে পারফর্ম করা সহজ হবে ভেবে মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তামুক্ত ছিল বিসিবি। কিন্তু রোববার সফর-পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ কোর্টনি ওয়ালশ প্রথম শোনান দুঃসংবাদটা। জানান, ভারত থেকে চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজ।

বিসিবি থেকে জানানো হয়েছে, মোস্তাফিজের চোট বাঁ-পায়ের সামনের দিকে। মঙ্গলবার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আইপিএল থেকে দেশে ফিরে শনিবার অনুশীলনে যোগ দেন মোস্তাফিজুর রহমান। ওয়ার্মআপ করলেও বল হাতে নিতে দেখা যায়নি সেদিন।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করিয়ে দেশে ফেরার কিছুদিন পরই কাঁধে অস্ত্রোপচার করাতে হয় টাইগার পেসারকে। সেই চোট কাটিয়ে সেরা ফর্মে ফিরতে এখনও সংগ্রাম করে যাচ্ছেন সাতক্ষীরার তরুণ। তার ভেতর আবার নতুন করে পায়ের চোট।