আফগানিস্তান সিরিজ কলকাতা বা ব্যাঙ্গালুরুতে চায় বিসিবি

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাংলাদেশে এবং আফগানিস্তান আগামী জুনে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেববে এমন কথা আছে। আর সিরিজটা হওয়ার কথা আছে ভারতের দেরাদুনে। কিন্তু বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ওই ভেন্যু পরিবর্তনের জন্য আলাপ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশে  ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান যে বাংলাদেশের যাওয়া আসার সুবিধা হয় এমন ভেন্যু নির্ধারণ করার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন তিনি। আফগানিস্তানের পর বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে। তার আগে ভারতে গিয়ে আফগানিস্তান সিরিজ খেলে ক্রিকেটাররা যেন ক্লান্ত হয়ে না পড়ে সেজন্য এই ভেন্যু নিয়ে বিবেচনার কথা ভারতকে জানিয়েছে বাংলাদেশ।

বিবিসি সভাপতি বলেন, ‘আমরা ভারতীয় বোর্ডকে জানিয়েছে ভেন্যুর বিষয়টি বিবেচনা করতে। আমাদের খেলোয়াড়দের জন্য কলকাতা অথবা ব্যাঙ্গালুরু ভেন্যু হলে ভালো হবে। যেহেতু আমাদের দল আফগানিস্তানের পরপরই ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তাই তাদের জন্য এই দুই ভেন্যু হলে সুবিধা হয়।’

তবে দেরাদুনের ভেন্যুতে অন্য কোন সমস্যা নেই বলেও জানান বিসিবি প্রধান। তিনি বলেন, ‘দেরাদুন অবশ্যই ভেন্যু হিসেব ভালো। তবে আমরা যাওয়া-আসার সুবিধা হয় এমন ভেন্যুর কথা চিন্তা করছি।’ আফগানিস্তান টেস্ট মযার্দা পাওয়ার পর প্রথম টেস্টটি ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলবে। আগামী ১৪ জুন টেস্টটি হওয়ার কথা আছে।

এরআগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। তারা প্রথমে একদিনের সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেঁছে নিয়েছিল। কিন্তু সেখানে সিরিজটি আয়োজনে ব্যর্থ হওয়ায় ভারতে সিরিজটি অনুষ্ঠিত হবে।