আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। শনিবার সকালে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস।

 

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাত শহরের ৪০ কিলোমিটার। ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭ এবং ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৯ মাত্রার আফটার শক হয়েছে।

হেরাতের তালেবানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মুসা আশরি জানিয়েছেন, ভূমিকম্পে ২০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।

 

হেরাত প্রাদেশিক হাসপাতালের সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত শতাধিক আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ এএফপিকে বলেছেন, ‘এটি এখন পর্যন্ত কেন্দ্রীয় হাসপাতালে আনা হয়েছে এমন সংখ্যা, তবে এটি চূড়ান্ত পরিসংখ্যান নয়। আমাদের কাছে তথ্য আছে, মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।’

 

শহরের একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বেলা ১১টার দিকে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। ওই সময় বাসিন্দারা এবং দোকানদাররা ভবন ছেড়ে পালিয়ে যায়।

৪৫ বছর বয়সী বশির আহমেদ এএফপিকে বলেন, ‘আমরা আমাদের অফিসে ছিলাম। হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে এবং দেয়ালের প্লাস্টার নিচে পড়তে শুরু করে ও দেয়ালে ফাটল দেখা দেয়। কিছু দেয়াল এবং ভবনের কিছু অংশ ধসে পড়ে।’