আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার।
তামিম ইকবালের অধীনে ১৭ সদস্যের ওয়ানদে দল ঘোষণা করেছে বিসিবি। আরেক ওপেনার হিসেবে দলে আছেন লিটন দাস। সেই সাথে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ড সিরিজে টেস্টে ধৈর্যশীল ব্যাটিং করে প্রশংসা কুড়ানোর পর বিপিএলে অভিষেক আসরেও দারুণ ব্যাটিং করছেন এই তরুণ ব্যাটার।
জয় ছাড়াও এখনো ওয়ানডে না খেলা ক্রিকেটারদের মধ্যে ডাক পেয়েছেন ব্যাটার ইয়াসির আলি রাব্বি, পেসার এবাদত হোসেন চৌধুরী ও স্পিনার নাসুম আহমেদ। বরাবরের মতোই এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ব্যাটিং করেছেন ইয়াসির। বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নাসুমও বিপিএলে ভালো খেলছেন। টেস্টের নিয়মিত সদস্য ছিলেন নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি ও মাহমুদুল হাসান জয়।
তারিখ | ম্যাচ | ম্যাচ শুরুর সময় | ভেন্যু |
২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১ম ওয়ানডে | বেলা ১১টা | চট্টগ্রাম |
২৫ ফেব্রুয়ারি ২০২২ | ২য় ওয়ানডে | বেলা ১১টা | চট্টগ্রাম |
২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৩য় ওয়ানডে | বেলা ১১টা | চট্টগ্রাম |
৩ মার্চ ২০২২ | ১ম টি-টোয়েন্টি | দুপুর ৩টা | ঢাকা |
৫ মার্চ ২০২২ | ২য় টি-টোয়েন্টি | দুপুর ৩টা | ঢাকা |