চার বছর পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। মিরপুরে ১৪ জুন আফগানিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। একমাত্র টেস্টের জন্য রোববার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরি থাকায় খেলতে পারছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
ঘোষিত দলে প্রথমবার ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও রংপুর বিভাগের পেসার মুশফিক হাসান।
এছাড়া দলে ফিরেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দুজনই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি।
ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো করায় দিপু ও মুশফিককে প্রথমবার জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।
২১ বছর বয়সী দিপুর ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করতে পারেন বলে এরই মধ্যে নজর কেড়েছেন দিপু। ব্যাটিং পরিসংখ্যানও প্রশংসনীয়। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১২৬৫ রান করেছেন ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে।
মুশফিকের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবে মাত্র এক বছর হলো। ২০ বছর বয়সী পেসারকে বেশ প্রতিশ্রুতিশীল মনে করছেন নির্বাচকরা। পরিসংখ্যানও তার পক্ষে কথা বলছে। ১৩ ম্যাচে ৪৯ উইকেট পেয়েছেন। রয়েছে ৩টি পাঁচ উইকেটও। দুজন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন। সেখানে ভালো করায় জাতীয় দলের দুয়ার খুলে গেছে।
স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com