জাতীয় গ্রিডে বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধিতে ট্রান্সফরমার স্থাপনের কাজ আপাতত হচ্ছে না। ফলে আগামী এক সপ্তাহ রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী এক সপ্তাহ জাতীয় গ্রিডে উন্নয়ন কাজ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। এ জন্য ১৬ জুলাই সকাল ৬টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকার ডেসকো ও ডিপিডিসির আওতাধীন কিছু কিছু এলাকায় আংশিক বিদ্যুৎবিভ্রাট হতে পারে।
পিজিসিবির রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করা হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। তবে কয়েক ঘণ্টা পরই অনিবার্য কারণে এই কাজ স্থগিত করার কথা জানানো হলো।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com