আপনারা নমুনা দিতে আসুন : স্বাস্থ্য অধিদফতর

:
: ৪ years ago

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘আমাদের নমুনা সংগ্রহ অনেক কম। এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে যে, নমুনা সংগ্রহ কম হচ্ছে এবং পরীক্ষা কম হচ্ছে। আপনারা প্রত্যেকেই যারা দরকার মনে করবেন, অবশ্যই নমুনা দেয়ার জন্য যে বুথগুলো আছে, যে ব্যবস্থা আছে, সেখানে যাবেন। জেলা উপজেলা পর্যায়ে, প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন। কোনোরকম দেরি করবেন না। যেকোনো লক্ষণ উপসর্গ হলে আপনারা অবশ্যই নমুনা দিতে আসবেন।’

শনিবার (১৮ জুলাই) দুপুরে করোনাবিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত এ মহাপরিচালক।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৩২টি এবং পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯২৩টি।

তিনি বলেন, ‘এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। গত ২৪ ঘণ্টায় যে নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৩ এবং এ পর্যন্ত সুস্থ এক লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪ এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।’