নারীদের সঙ্গে আপত্তিকর আচরণ করার অভিযোগে তৃণমূলের এক নেতাকে রাস্তার উপরে জুতাপেটা করেছেন এলাকার মহিলারা। পরে তারাই অভিযুক্ততে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের বাগুইআটি থানার দশদ্রোণ গ্রামে।
এলাকাবাসী জানান, তৃণমূলের নেতা বুদ্ধদেব দাস বেশ কয়েক দিন থেকেই পাড়ার বিভিন্ন নারীদের হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা দিয়ে হয়রানি করছিলেন। নারীদের অভিযোগ, নানা ধরনের আপত্তিকর প্রস্তাবও দিচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন পাড়ার নারীরা তাকে ঘিরে ধরেন। কেন তিনি এ ধরনের বার্তা পাঠাচ্ছেন তা জিজ্ঞাসা করা হয়। এর পরেই রাস্তার উপর নারীরা ওই ব্যক্তিকে জুতাপেটা করতে থাকেন। মারধরও করা হয় তাকে।
খবর পেয়ে এলাকার অন্য বাসিন্দারাও পৌঁছান সেখানে। তাদের একাংশ বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ এসে ওই তৃণমূল নেতাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, যাদের ওই ব্যক্তি বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ, তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
রাজারহাট গোপালপুর এলাকার তৃণমূল নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এলাকার তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, এর আগেও একাধিকবার বুদ্ধদেবের বিরুদ্ধে এ রকম অভিযোগ উঠেছে। এমনকি দলের নারীকর্মীদের সঙ্গেও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com