আন্দোলন ধ্বংসাত্মক হলে ছেড়ে দেবো না: প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

বিএনপির আন্দোলন থেকে ধ্বংসাত্মক কর্মসূচি এলে এবং দুর্বৃত্তায়ন ঘটিয়ে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার (২১ অক্টোবর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। এর আগে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫তলা ভবন উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত মাঠে নামতে চায়। আরো অনেকেই নামতে চায়। তারা আন্দোলন করুক এতে আমাদের কোনো এই ব্যাপারে কথা নাই। তারা যদি আবারো অগ্নিসন্ত্রাস করে, কোনো ধ্বংসাত্মক কাজ করে, যদি দুর্বৃত্তপরায়নতা করে আমরা কিন্তু ছেড়ে দেবো না।’

 

‘কারন এই বাংলাদেশ পঁচাত্তর সাল থেকে ’৯৬ এবং ২০০১ থেকে ২০০৮-এই ২৯ বছর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিলো নিজের ভাগ্য গড়তেই ব্যস্ত ছিলো, দেশের মানুষের না। একমাত্র যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আজকে সবক্ষেত্রে উন্নয়ন করছি। কোনোদিক থেকে পিছিয়ে নেই।’