মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছেন আনিসুল হক। কোনো ভেন্টিলেশন যন্ত্র ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।
লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেয়রের একান্ত সহকারী মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, আনিসুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছেন। তবে বেশির ভাগ সময় তাকে ঘুম পাড়িয়ে রাখছেন চিকিৎসকরা। তাকে আরও দেড় মাস আইসিইউতে রাখার পরামর্শ দিয়েছেন তারা। গত ২৯ জুলাই আনিসুল হক ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ রোগ শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।