আনিসুল হকের অনুপস্থিতিতে ৩ সদস্যের প্যানেল মেয়র

লেখক:
প্রকাশ: ৭ years ago

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র(ডিএনসিসি) আনিসুল হকের অনুপস্থিতিতে মেয়রের দায়িত্ব পালনের জন্য ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণিকে প্রধান করে তিন সদস্যের নতুন মেয়র প্যানেল নির্বাচিত করা হয়েছে। আনিসুল হক অসুস্থ হয়ে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।মেয়রের প্যানেলের দ্বিতীয় সদস্য হলেন ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা ও তিন নম্বর সদস্য হলেন ডিএনসিসির সংরক্ষিত ৩১, ৩২ ও ৩৪ নম্বর আসনের কাউন্সিলর বেগম আলেয়া সারোয়ার ডেইজি।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠানো উপসচিব মো. শহীদুল ইসলামের সই করা আদেশে মেয়র প্যানেল নির্বাচনের বিষয়টি জানানো হয়েছে।সিটি করপোরেশন আইন ২০০৯ এর ২০ এর (২) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এ আদেশে উল্লেখ করা হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন আইন-২০০৯ এর ২০ এর (১) ধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের একমাসের মধ্যেই মেয়র প্যানেল নির্বাচিত করতে হবে।  নির্বাচনের দীর্ঘদিন পরও মেয়র প্যানেল নির্বাচন না করায় ও আনিসুল হক অসুস্থ হওয়ার কারণে করপোরেশনের সার্বিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে চলমান রাখতে সরকার এ মেয়র প্যানেল নির্বাচিত করেছে।