আনসার ও ভিডিপির ডিজিটাল যাত্রা

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) তাদের ডিজিটাল যোগাযোগ কৌশলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত হয় দিনব্যাপী সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন বিষয়ক এক ব্যতিক্রমী কর্মশালা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকরভাবে তুলে ধরার উদ্দেশ্যে, আনুমানিক ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের কনটেন্ট আইডিয়া জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েশনে ‘এআই’ এর ব্যবহার, স্ক্রিপ্ট রাইটিং, মোবাইল ভিডিওগ্রাফি, সম্পাদনা, ভিজ্যুয়াল এফেক্টস এবং সোশ্যাল মিডিয়ায় বাহিনীর উপস্থাপনাসহ আরও অনেক কিছু হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও হ্যাকার থেকে আনসার বাহিনীর ইমেইল, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে রক্ষার করার কৌশল ও প্রশিক্ষণ দেন কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান।

ওয়ার্কশপের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফানকে একটি বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ডিজিটাল যুগে জনগণের সাথে আরও সখ্যতা বজায় রাখতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রয়োজন অনেক। আমরা চাই আমাদের বাহিনীর সদস্যরা তাদের দেশ সেবার মান দিন দিন আরও উন্নত করতে ডিজিটাল মিডিয়াকে কাজে লাগাক। রবিন রাফান এই পথচলায় এক অসামান্য অবদান রেখেছেন।

কনটেন্ট ক্রিয়েশনের এই ওয়ার্কশপের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী আনসার বাহিনী তাদের ডিজিটাল উপস্থিতিকে আরও বেশি বাড়িয়ে জনগণের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাবে। তরুণ কনটেন্ট ক্রিয়েটর এবং ঐতিহ্যবাহী বাহিনী এক সাথে কাজ করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দানে কাজ করে যাবে।