আত্মসমর্পণ না করলে দস্যুদের কঠিন পরিস্থিতির শিকার হতে হবে: র‌্যাব ডিজি

লেখক:
প্রকাশ: ৬ years ago

আগামী অক্টোবর মাসের মধ্যেই সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এই সময়ের মধ্যে বাকিরা আত্মসমর্পণ না করলে দস্যুদের কঠিন পরিস্থিতির শিকার হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের কাছে আত্মসমর্পণকারী জলদস্যুদের ঈদ উপহার প্রদান ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বরিশালে র‌্যাব-৮ এর হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে ২০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, চারটি পরিবারকে শিক্ষা সহায়তায় আর্থিক অনুদান এবং আত্মসমর্পণকারী সব জলদস্যুকে পরিবারের কাছে ঈদের উপহার তুলে দেয়া হয়।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান একটি শ্রেণি নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না মাদকবিরোধী যুদ্ধে।’

মাদক সরবরাহ বন্ধের পাশাপাশি মাদকের চাহিদা নির্মূল করতেও র‌্যাব কাজ করছে বলে জানান তিনি।