বরিশাল জেলার আত্মসমর্পণকারী মাদকসেবী ও মাদক বিক্রেতাদের পুনর্বাসনের উদ্দেশ্যে তাদের সাথে মতবিনিময় করেছেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম,পিপিএম।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইনসের ড্রীল সেডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ২৯ নভেম্বর জেলা পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে জেলার ১০ উপজেলার ১২৮জন মাদক ব্রিক্রেতা এবং মাদক সেবী অন্ধকার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য পুলিশের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন। পরবর্তীতে জেলার বিভিন্ন উপজেলার আরও ১৫জন মাদক বিক্রেতা ও সেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী মাদক বিক্রেতা ও সেবীরা স্বাভাবিক জীবনে আছেন নাকি আবারও ফিরে গেছেন অন্ধকারে। এসব বিষয় অবহিত হওয়া সহ তাদের পুনর্বাসনের জন্য নানা পরিকল্পনা করেছে রেঞ্জ পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি মো. শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহকারী জজ মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল এবং মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক প্রমুখ।
মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম আত্মসমর্পণকারীদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষন, বিত্তবানদের মাধ্যমে সহায়তা প্রদান এবং চিকিৎসা সহ নানাভাবে পুনর্বাসন করার প্রতিশ্রুতি দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com