আতশবাজি পুড়িয়ে ৫৪ লাখ টাকা জরিমানা বায়ার্নের

লেখক:
প্রকাশ: ৭ years ago

সমর্থকদের কারণে বড় অংকের জরিমানা গুনতে হচ্ছে জার্মান বুন্দেসলিগার জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। সমর্থকরা আনন্দ-উল্লাস করতে গিয়ে আতশবাজি পুড়িয়েছে। মৌসুমের শুরুতে এই কাণ্ড ঘটালেও মৌসুমের মাঝামাঝি সময়ে এসে বায়ার্নকে ৫২ হাজার ইউরো (প্রায় ৫৩ লাখ ৬৭ হাজার টাকা) জরিমানা করেছে জামার্ন ফুটবল ফেডারেশন।

বছরের শুরুতেই চারটি অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের স্টেডিয়ামের গ্যালারিতে বসে বাতসবাজি পোড়ান বায়ার্ন মিউনিখ দর্শকরা। এমন নিয়ম না থাকলেও তা মানেননি বায়ার্ন সমর্থকরা। যে কারণে তদন্ত করা হয় জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবং মঙ্গলবার বায়ার্ন মিউনিখের নামে এই জরিমানা ঘোষণা করা হয়। বায়ার্ন মিউনিখ শাস্তির বিষয়টি মেনেও নিয়েছে।

অক্টোবরে হার্থা বার্লিনের মাঠে গিয়ে প্রথমে আতশবাজি পোড়ায় বায়ার্ন সমর্থকরা। এরপর নভেম্বরে বরুশিয়া মনচেনগ্ল্যাডব্যাখ এবং বরুশিয়া ডর্টমুন্ড এবং সর্বশেষ ডিসেম্বরে স্টুটগার্টের মাঠে গিয়ে এই অনাকাংখিত ঘটনার জন্ম দেয় বায়ার্ন সমর্থকরা। শুধু আতশবাজি পোড়ানোই নয়, একই সঙ্গে ধোঁয়ার বোমাও ছুঁড়ে মারে বায়ার্ন সমর্থকরা।

জার্মান ফুটবল ফেডারেশন তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘তারা (বায়ার্ন সমর্থকরা) বিশেষ করে স্মোব বোম্ব ছুঁড়ে মেরেছিল ডর্টমুন্ড এবং স্টুর্টগার্টে।’