আজ সাংবাদিক মনিরুজ্জামানের শুভ জন্মদিন

:
: ৪ years ago
মনিরুজ্জামান

আজ ১৭ই সেপ্টেম্বর সাংবাদিক মনিরুজ্জামান (সোহেল আহমেদ) এর শুভ জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের এক সম্ব্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় বাবা হাড়িয়ে তিনি তাঁর নানা বাড়িতেই বড় হন। তিনি পিআরসি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০২ সালে বানিজ্য বিভাগে এসএসসি পাশ করেন। বরিশাল সরকারি কলেজ থেকে আইকম এবং ব্রোজমোহন বিএম কলেজ থেকে বিএ অনার্স পাশ করেন। ছাত্রজীবনে তিনি সাংস্কৃতিমনা ছিলেন। সদা হাস্যজ্জল মনিরুজ্জামান এর ডাক নাম সোহেল আহমেদ। পড়াশুনার পাশাপাশি তিনি লেখালেখিতে মনোযোগী ছিলেন। সে সুভাধে ২০০৭ সালের জানুয়ারিতে বরিশালের বরেণ্য সাংবাদিক প্রয়াত মীর মনিরুজ্জামান-এর সম্পাদিত দৈনিক সত্যসংবাদ পত্রিকায় প্রথমে ইউনিয়ন প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যোগদান করেন। নানা ধরনের অর্থনৈতিক টানাপোরেন থাকা সত্তেও মীর মনিরুজ্জামান এর অনুপ্রেরণা ও সহযোগীতায় সাংবাদিকতায় নিজের দক্ষতার পরিচয় দেন। কর্ম জীবনের প্রয়োজনে যেখানেই গিয়েছেন পেশাগত দ্বায়িত্ব ধরে রেখে আজও কাজ করে যাচ্ছেন সুনামের সাথে। বর্ত মানে তিনি দৈনিক বরিশাল২৪.কম অনলাইন নিউজ পোর্টাল এর যুগ্ন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

প্রয়াত সাংবাদিক মীর মনিরুজ্জামান এর অকাল মৃত্যু হলে বছরখানেক এ পেশা থেকে মনিরুজ্জামান পত্রিকায় লেখালেখি বিরত রাখেন। তবে দেশের বিভিন্ন ফেসবুক গ্রুপে তাঁর নিয়মিত লেখা অব্যহত ছিলো। এরমধ্যে সিটিজেন জার্নালিজম অভ বাংলাদেশ, বরিশাল সমস্যা ও সম্ভাবনা- ফেসবুক গ্রুপে নিয়মিত ছিলেন। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকা, দৈনিক বরিশালের কথা, অনলাইন নিউজ পোর্টাল বাংলা আর্থটাইমস.কম, সোনালী নিউজ.কম, বরিশাল পিপলস.কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। সাংবাদিক মনিরুজ্জামান নিউজ নেটওয়ার্ক বাংলাদেশ, পরিবেশ সাংবাদিকতাসহ বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে দক্ষতা অর্জন করেছেন। তাঁর বেশির ভাগ লেখা সমাজকল্যাণ,সমাজের উন্নয়নকর্মকান্ডমুলক, বরেণ্য ব্যক্তিদের ইতিবাচক মনোভাব তুলে ধরা, দেশের যে কোন মানুষের পজেটিভ সাইডগুলো মনিরুজ্জামান তাঁর লেখণী দিয়ে প্রকাশ করতে পছন্দ করেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, এক পুত্রসহ যৌথ পরিবার নিয়ে বসবাস করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি বেসরকারি স্কুলে সিনিয়র ইংলিশ টিচার হিসেবে চাকরি করছেন। সাদামনের হাস্যজ্জল মানুষটি সর্বদা হাশিখুশির মাধ্যমে লুকিয়ে রাখেন নিজ জীবনের নানা চাওয়া-পাওয়ার ব্যর্থতা। তাঁর নিতি ও আদর্শের দ্বারা অসংখ্য ছাত্রছাত্রী সফলতা লাভ করেছে। শিক্ষার্থীদের পড়ানো ছাড়াও চলার পথে সাংবাদিক মনিরুজ্জামান এর দিকনির্দেশনা গুলো একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।