আজ নয়, আগামীকাল যুক্তরাষ্ট্র যাবেন সাকিব

লেখক:
প্রকাশ: ২ years ago

কথা ছিল আজ (সোমবার) শেষ রাতের দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে উঠবেন। কিন্তু না, সোমবার রাতে নয়, মঙ্গলবার রাতে যুক্তরাস্ট্র যাবেন সাকিব আল হাসান।

আগে শোনা গিয়েছিল, সোমবার দিবাগত মধ্যরাতে ৩.২০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাবেন সাকিব। সেখান থেকে যাবেন ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলতে।

কিন্তু বিকেলের মধ্যে বদলে যায় তার সফরসূচি। নতুন সময়সূচি অনুযায়ী সাকিব যাবেন মঙ্গলবার মধ্য রাতে। সময় আর এয়ারলাইন একই আছে। মানে কাতার এয়ারওয়েজের মঙ্গলবার মধ্যরাতের পর ৩.২০ এ যুক্তরাষ্ট্র যাবেন সাকিব।

বিসিবি প্রটোকল অফিসার ওয়াসিম খান আজ সোমবার পড়ন্ত বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।