আগৈলঝাড়া উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

লেখক:
প্রকাশ: ৪ years ago

১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ১২ টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বাস্তবায়নে আগৈলঝাড়া উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোঃ আহসান হাবীব, উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মলিনা রাণী রায়, ভাইস-চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ প্রমূখ। সেমিনারে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, স্থানীয় রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাস, বাগদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি। দিনব্যাপী সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনীর আটটি স্টল পরির্দশন করেন।