আগৈলঝাড়ায় পৌষ সংক্রান্তির ঐতিহ্য মারবেল খেলা অনুষ্ঠিত

:
: ২ years ago

আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী মারবেল খেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে পৌষ সংক্রান্তিতে এ খেলা হয়।

মারবেল খেলায় শুধু আগৈলঝাড়া উপজেলাই নয়, পার্শ্ববর্তী কোটালীপাড়া, উজিরপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিশু-কিশোর, নারী-পুরুষ-বৃদ্ধ অংশ নেন।

মারবেল খেলা কমিটির সভাপতি দ্বিগবিজয় বিশ্বাস জানান, রামানন্দের আঁক গ্রামে আঠারো শতকে মা সোনাই চাঁদের বিয়ে হয়। স্বামী মারা গেলে শ্বশুরবাড়িতে একটি নিমগাছের গোড়ায় শিবের আরাধনা ও পূজা-অর্চনা আরম্ভ করেন। মা সোনাই চাঁদের জীবদ্দশায় আনুমানিক ১৭৮০ সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রতিবছর পৌষ সংক্রান্তির দিনে মারবেল মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।