আগাম নির্বাচন হতে পারে : এরশাদ

লেখক:
প্রকাশ: ৭ years ago
হুসেইন মুহম্মদ এরশাদ

দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশে আগাম নির্বাচন হতে পারে বলে কথা ভেসে বেড়াচ্ছে বাতাসে। তার জন্য প্রস্তুত আছি। যখনই নির্বাচন হোক জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুত।

রবিবার বনানীর কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, রাজনীতিতে অস্থির অবস্থা বিরাজ করছে। আমরা কিন্তু অস্থির নেই। আমরা ভালো আছি। আমাদের ওপর অনেক কিছু নির্ভর করছে। জীবনে সুযোগ বারবার আসে না, আল্লাহ এবার সুযোগ দিয়েছেন, এ সুযোগ কাজে লাগাতে হবে। আগামী ২৪ মার্চের মহাসমাবশে সফল করার অনুরোধ জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, এ সমাবেশে লক্ষ লোক আনতে হবে। দেখিতে দিতে হবে জাতীয় পার্টি অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত।

বৈঠকে অংশ নেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আখতার, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, সমন্বয়কারী মো. আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা সউম আব্দুস সামাদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক প্রমুখ।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এবিএম রহুল আমিন হাওলাদার বলেন, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। প্রার্থী যাচাই বাছাই অনেক দূর এগিয়েছে। তৃণমূল থেকেও মতামত নেওয়া হবে। আগামীতে বোর্ড বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার জোটের রাজনীতির সংস্কৃতিকেও মাথায় রাখা হচ্ছে বলে জানান জাপা মহাসচিব। এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, উন্নয়নের স্বার্থে কখনও কখনও সরকারে থাকাটা বাঞ্ছনীয় হয়ে ওঠে। আমরা সংসদে কি রোল প্লে করছি সেটাও দেখার বিষয়। বিএনপি’র নির্বাচনে যাওয়া না যাওয়ায় বিষয়ে নানার রকম গুঞ্জন চলছে। এ বিষয়ে জাপা মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যতদিন তারা ঘোষণা দেয়নি, ততদিন তারা আসছে এটাই ধরেই নেই। অপর প্রশ্নের জবাবে বলেন, সবদল নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই কাম্য।