বরিশাল জেলা ইজতেমার আখেরী মোনাজাতে দেশের শান্তি কামনা করা হয়েছে। পাশাপাশি আখেরাতের সুখ শান্তি কামনা ও ইমানের পথে চলার জন্য দোয়া করা হয়েছে। দ্বিতীয়বারের মতো শেষ হওয়া জেলা পর্যায়ের ইজতেমার আখেরী মোনাজাতে আজ শনিবার এ দোয়া করা হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের সাবেক আমির মরহুম আব্দুল আজিজ সাহেবের ছেলে ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবদুল হামিদ (মাসুম বিল্লাহ)।
এর পূর্বে হেদায়াতী বয়ান করেন ঢাকা কাকরাইল মসজিদের মুকম হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ। বেলা সাড়ে ১১টায় আখেরী মোনাজাত শুরু করেন। সকাল থেকেই বরিশাল সদর উপজেলা পরিষদের পেছনের ১৪ একরের ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকা মুসল্লীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মাঠ ও রাস্তায় বসে মোনাজাতে অংশ গ্রহন করেন। নগরীরসহ জেলার বিভিন্ন উপজেলার মুসল্লীদের পাশাপাশি ইজতেমায় ৬৩ জন বিদেশী মুসল্লী এসেছেন। যাদেরমধ্যে সৌদিআরব, ফিলিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লী রয়েছেন।
এছাড়া ইজতেমার আখেরী মোনাজাতে অংশ গ্রহন করেন বরিশাল সিটি মেয়র আহসান হাবীব কামাল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, উপ-পুলিশ কমিশনার মোঃ, আব্দুর রউফ, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা জনপ্রতিনিধিসহ নগীর বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ গ্রহন করেন। প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ ডিসেম্বর প্রথমবারের মতো বরিশালে তিনদিনের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।