আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন এলাকার আগুনমুখা নদীর তীরে আখেরি মোনাজাত শুরু হয়। ২০ মিনিট ধরে মোনাজাত চলে।
মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধলাখ ধর্মপ্রাণ মুসল্লি ও সাথী ইজতেমা ময়দানে সমবেত হন। হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে মোনাজাত সম্পন্ন হওয়ার পর মুসল্লি ও সাথীরা নিজ গন্তব্যের দিকে রওনা হন।
মোনাজাতে অংশ নিতে রাঙ্গাবালী উপজেলার দুর্গম চরমোন্তাজ এলাকা থেকে আসা আইয়ুব খান বলেন, ‘অখেরি মোনাজাতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। মোনাজাতে অংশ নিতে সকলে সঠিক সময় আসতে পারবে কিনা এ জন্য অনেকেই রাতে ময়দানেই ছিল। খুব সকালেও দুর্গম জনপদ থেকে মোনাজাতে অংশ নিতে মানুষ ছুটে এসেছিল।’
ইজতেমা আয়োজনের দায়িত্বে নিয়োজিত আমির ফয়সাল হোসাইন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে মোনাজাত সম্পন্ন হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com