আখাউড়া মেয়রের অবৈধ সম্পদের তদন্তে দুদক

:
: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে দায়ের হওয়া অবৈধ সম্পদের অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়, মেয়রের বিরুদ্ধে ২০১৭ সালের ৭ মার্চ, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর ও ২০২০ সালের ২৫ নভেম্বর দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনসহ নানা বিষয়ে অভিযোগ তোলা হয়।

এসব অভিযোগের প্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ব্যাংকে চিঠি দিয়ে তাকজিল খলিফা ও তার স্ত্রী তানিয়া আক্তারের আর্থিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

গত ২২ আগস্ট দুদকের জেলা সমন্বিত কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, তাকজিল খলিফার বিরুদ্ধে সরকারি জায়গা নিজ পরিবারের সদস্যদের নামে লিজ ও দলিল সৃজন, নদীতে বেআইনিভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন, রাধানগর গ্রামে আড়াই কোটি টাকার বাড়ি নির্মাণ, ভাইয়ের নামে কোটি টাকার বাড়ি নির্মাণ, ঢাকায় ফ্ল্যাট ক্রয়, রেলওয়ের জায়গা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তে নামা হয়েছে।

দুদকের জেলা সমন্বিত কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ বলেন, ‘তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না।’

এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘দুদক আমার বিষয়ে তদন্ত করছে কি না, জানা নেই।