শীতের বিকেলের মিষ্টি রোদ পড়ছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক অঞ্চলে। মাঠে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা। কিন্তু গণমাধ্যমের সব ক্যামেরা তাক করা প্রধান ফটক পেরিয়ে বাম দিকে বিসিবি একাডেমি ভবনের দিকে। রহস্য আগে থেকেই জানা, ফটোসেশন হবে অনূর্ধ্ব-১৯ দলে থাকা ক্রিকেটার-কোচদের।
আগামীকাল মঙ্গলবার সকালে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা। সে উপলক্ষেই এই ফটোসেশন। আরব আমিরাতে এশিয়া কাপ খেলার পর পুরো দল উড়াল দেবে ক্যারিবিয়ানে। ডিসেম্বরের ২৩ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ। আর ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। ৩০ ডিসেম্বর এশিয়া কাপ শেষ হওয়ার পর বাংলাদেশে না এসে সরাসরি দল চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে।
আলোর ঝলকানির মধ্যে শেষ হয় ফটোসেশন। কোচিং স্টাফদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলেন যুবারা। এরপরেই গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক রাকিবুল হাসান, ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিন ও পেসার আশিকুর রহমান। সঙ্গে ছিলেন কোচ নাভিদ নেওয়াজ ও গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মো. কাউসার।
‘গতবার যখন আমরা গিয়েছিলাম তখন ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম এবার পুরোনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই দলের ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করবো’-বলছিলেন রাকিবুল।
‘দেখেন বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলই ছোট না। আমরা সব দলকেই সম্মান জানাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে হলে ছোট বড় সব দলকেই হারাতে হবে। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই ভালো কিছু করার চেষ্টা করবো’- আরও যোগ করেন যুবা অধিনায়ক।
রাকিবুল বলেন, ‘এটা আসলেই ভালো লাগে ভারতের মতো দলকে গত সিরিজে তাদের মাটিতে গিয়ে হারিয়ে আসছি। আমাদের আত্মবিশ্বাস ছিল, ভালো প্রস্তুতি নিয়ে সেখানে গিয়েছি। আর বিশ্বকাপে শুধু ভারত না, অন্যান্য আরও ভালো ভালো দল আছে। আমরা চেষ্টা করবো আমাদের সেরা খেলাটা খেলে ভালো পারফর্ম করার।’
রাকিবুল বলেন, ‘দুই-একদিন রিয়াদ ভাইয়ের সাথে নেটে দেখা হয়েছিল। উনি ওখানকার উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কেমন হতে পারে সে ধারণা দিলেন। এতটুকুই কথা হয়েছে।’
কোচের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ এগোনো। তার মতে, ‘আমাদের নিশ্চিত করতে হবে প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোনোর ব্যাপারটি। আর এটাই হবে টুর্নামেন্টে প্রবেশের আগে আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।’
আকবর আলীর দল বিশ্বকাপ জিতে নতুন দিনের সূচনা করে দিয়েছেন দুবছর আগেই। এবার সেই নতুন দিনের জয়গান টিকিয়ে রাখার ভার রাকিবুলদের কাঁধে। পারবেনতো তারা?
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com