আওয়ামী লীগের ১৩৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৬ years ago

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩৭ সদস্যের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি করেছে আওয়ামী লীগ। শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, কো-চেয়ারম্যান এইচটি ইমাম ও সদস্য সচিব ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর সব সদস্য ছাড়াও ১৩৭ সদস্যের কমিটিতে সহযোগী ৭ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে। সংগঠনগুলো হলো, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগ।

এছাড়া ভোটের আগে চাপ বাড়াতে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দল বিএনপির নানা তৎপরতার মধ্যে শনিবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় দৃঢ় কণ্ঠে তিনি বলেন, আমার বিশ্বাস, আগামী নির্বাচনেও বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবে।