আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কারো শক্তি নেই পরাজিত করার-আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কারো শক্তি নেই পরাজিত করার। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

কারণ, স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ব্যাহত হবার পাশাপাশি বাংলা ভাই সৃষ্টি হবে, জঙ্গিবাদ সৃষ্টি হবে। ওরা আবার ২০০১ সালের মতো আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করবে। বাড়ির গাছ, ঘের-পুকুরের মাছ, গোয়ালের গরু লুট করে নিয়ে যাবে। তিনি আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র আমদানী করে তাদের নির্বাচিত করলে সাধারণ মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউশন মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী পদমর্যাদায় আবুল হাসানাত আব্দুল্লাহ আওয়ামী লীগ সরকারের সময়কার দেশের সার্বিক উন্নয়ন তথা দক্ষিণাঞ্চলের উন্নয়নের চিত্র তুলে ধরে দেশ সেবায় শেখ হাসিনাকে আবার সুযোগ দেয়ার জন্য আহবান করেছেন।

বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, অহিদ আল মামুন লাভলু, রিপন রাঢ়ী প্রমুখ।