আইভরিকোস্টে হামলায় সাবেক মন্ত্রীর কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৭ years ago

আইভরিকোস্টের পশ্চিমাঞ্চলে ২০১২ সালে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে মঙ্গলবার দেশটির সাবেক এক মন্ত্রীকে ২০ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। ওই হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাত সদস্যসহ ১৮ জন নিহত হন।

দেশটির অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক প্রেসিডেন্ট লঁরা বাগবোর শাসনামলে সাবেক গণপূর্ত মন্ত্রী হুবার্ট ওউলায়ে (৬৪) দেশের পশ্চিমাঞ্চলে বিদ্রোহ সৃষ্টিতে আর্থিক সহায়তা দিয়েছেন।

নারী অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এই ধরণের কর্মকাণ্ড মাঝেমধ্যে অপরাধীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে।’

বাগবো বর্তমানে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে আনীত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন। তার বিরুদ্ধে তিন হাজার মানুষ নিহত হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ওউলায়ের আইনজীবী রডরিগুয়েজ দাজে এই রায়কে ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। এই রায়ের ফলে প্রতিহিংসার রাজনীতির নজির সৃষ্টি হলো বলেও তিনি সতর্ক করেন।