আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

বোমা হামলার হুমকির পর শনিবার দ্রুত খালি করা হয়েছিল ফ্রান্সের আইফেল টাওয়ার। নিরাপত্তা বাহিনীর অভিযান শেষে প্রায় দুই ঘণ্টা পর দর্শনার্থীদের জন্য এটি খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা এসইটিই জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশ এক তলায় অবস্থিত একটি রেস্তোঁরাসহ পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে।

একজন মুখপাত্র বলেছেন, ‘এটি এই ধরনের পরিস্থিতিতে স্বাভাবিক হলেও এ ধরনের ঘটনা বিরল।’

 

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে টাওয়ারের তিনটি তলা এবং স্কয়অর থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়েছিল। এর দুই ঘণ্টা পর অভিযান শেষ হলে পুনরায় আইফেল টাওয়ার খুলে দেওয়া হয়।