আইপিএল ছেড়ে চার ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ ইংল্যান্ডের

লেখক:
প্রকাশ: ৬ years ago

বেশ কয়েক বছর ধরেই আইপিএল মৌসুমে কোনো আন্তর্জাতিক ক্রিকেটের সূচি রাখে দলগুলো। তবে চলতি বছরে আইপিএল শেষ হওয়ার আগেই টেস্ট সিরিজ আয়োজন করবে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে লক্ষ্যে আইপিএল শেষ হওয়ার ১০ দিন আগেই চার ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে তারা।

আগামী ২৪মে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলবে ইংল্যান্ড। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই কারণেই সিরিজ শুরুর ৭ দিন আগেই ১৭ মে’র মধ্যে আইপিএলে খেলতে থাকা চার ক্রিকেটারকে দলের সাথে যোগ দিতে বলেছে ইসিবি।

ইসিবি যাদের দেশে ফিরতে বলেছে, তারা হলেন- ক্রিস ওকস, বেন স্টোকস, মঈন আলি এবং মার্ক উড। এই চারজনের মধ্যে আইপিএলে কেবলমাত্র বেন স্টোকসই নিয়মিত মাঠে নামছেন। রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত কিছু করতে না পারলেও সবগুলো ম্যাচের একাদশেই ছিলেন স্টোকস।

অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে কেবলমাত্র প্রথম ম্যাচেই মাঠে নামতে পেরেছিলেন পেস বোলিং অলরাউন্ডার ওকস। একই দলের হয়ে এখনো পর্যন্ত বেঞ্চ গরম করেছেন স্পিনিং অলরাউন্ডার মঈন আলিও। ওকসের মতো চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মার্ক উড। ফলে এই চার ক্রিকেটার চলে গেলেও রাজস্থান ব্যতীত অন্য দলগুলোর খুব একটা সমস্যা হবে না।