আইনের শাষন বলে কার্যত কিছুই নেই: মুক্তিযোদ্ধা আধ্যাপক আব্দুস ছত্তার

লেখক:
প্রকাশ: ৩ years ago

শামীম আহমেদ ॥ বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের তিনদিন ব্যাপি কেন্দ্রীয় প্লেনাম সমাপ্ত হয়েছে। (২৫ই) মার্চ শুক্রবার রাতে বরিশালের বাখেরগঞ্জ উপজেলার দক্ষিণ কর্ণকাঠী বৈকালীন স্কুলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় বলে বিষয়টি আজ শনিবার (২৬) মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন নির্বাচিত সদস্য অধ্যাপক জলিলুর রহমান।

কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য রনজিৎ চট্রপাধ্যয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্লেনামে রাজনৈতিক সংগঠনের তথ্য রিপোর্ট উপাস্থপনা করেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু। প্লেনাম কাউন্সিলে বিভিন্ন প্রতিনিধিদের উপস্থিতিতে কমরেড বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস ছত্তারকে সাধারন সম্পাদক করা হয়। এছাড়া কমরেড মোশাররফ হোসেন নান্নু,কমরেড শামীম ইমাম,কমরেড নজরুল ইসলামকে সম্পাদক মন্ডলীর সদস্য করা হয়।

 

অন্যদিকে কমরেড রনজিৎ চট্রাধ্যায়, কমরেড নিমাই মন্ডল,কমরেড নৃপেন্দ নাথ বাড়ৈ,কমরেড তছলিম-উর –রহমান,কমরেড আনোয়ার আলী সরকার ও কমরেড অধ্যাপক জলিলুর রহমানকে সদস্য করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এসময় প্লেনাম কাউন্সিলে বক্তরা বলেন,দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। একদিকে দেশে
চলছে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাষন।

 

অপরদিকে চাল,ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে ক্রমাগত উর্ধ্বগতির ফলে শ্রমজীবী,নি¤œ আয়ের মানুষের দূর্বিষহ অবস্থায় দাড়িয়েছে। বর্তমানে বাজার পুরোপুরি সেন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রনে চলে যাওয়ার কষাঘাতে মানুষ দিশে হারা হয়ে পড়েছে।

 

তারা আরো বলেন দেশে গণতান্ত্রিক অধিকার ও আইনের শাষন বলে কার্যত কিছুই নেই। তাই এই আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাষনের উচ্ছেদ এবং জনগণের গণতান্ত্রিক রাস্ট্র ও সরকার প্রতিষ্ঠা করার লক্ষে বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপি প্রতিরোধ আনোদালন গড়ে তোলার আহবান জানান। উলেখ্য গত ২৩ই মার্চ বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে তিনদিন ব্যাপি প্লেনাম কাউন্সিলের উদ্ধোধন করা হয়।