অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। বলিউডে অভিনয় দিয়েই নিজের অবস্থানটা ক্রমেই দৃঢ় করে চলেছেন এ নায়িকা। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যাডম্যান’ ছবিটি।
ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম কাপুর বলেন, ‘পর্দায় উপস্থিতি আমার কাছে কোনো ব্যাপার নয়। যতক্ষণ পর্যন্ত আমি ভালো কিছু করতে পারছি সেটিই যথেষ্ট সময়। আমি গানে শুধুমাত্র আইটেম গার্ল হয়ে হাজির হতে চাই না। এ ধরনের চরিত্র করব না কারণ এটি সময়ের অপচয়। ‘
তবে আমি যদি ভাল গল্প পাই যেমন- বিরো (ভাগ মিলকা ভাগ সিনেমার চরিত্র) অথবা বিট্টু (দিল্লি সিক্স) জাতীয় চরিত্রগুলো করব। কারণ এই চরিত্রগুলো সিনেমার গল্পে প্রভাব ফেলে। তিনটি গান এবং দুটি দৃশ্যের চেয়ে আমি বরং সিনেমায় ওই ধরনের চরিত্রেই অভিনয় করব।
’
বর্তমানে বীরে ডি ওয়েডিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী। সঞ্জয় দত্তের বায়োপিকেও অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।