তরুণদের ব্যাপকভাবে আইটি মন্ত্রণালয়ের সাথে যুক্ত করার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, "দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ ও নতুন ধরনের কাজে আগ্রহী তাদের নিয়ে আমরা একটি স্পেশাল টিম গঠনের কথা ভাবছি।"
বৈঠকে মন্ত্রণালয়ের প্রেক্ষাপট, বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, "শুধু আইটি খাতেই নয়, বিদেশে যেসব বাংলাদেশি তরুণরা পড়াশোনা করছেন ও দক্ষতা অর্জন করেছেন তাদের ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার কথা আমরা ভাবছি।"
সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।
তিনি আরো বলেন, "একইসাথে আন্দোলনের সময় বিভিন্ন স্টার্ট-আপ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলো। তাদের প্রতি বিরূপ আচরণ করা হয় এবং বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিলো।"
নাহিদ ইসলাম বলেন, "ঐ সময়ে যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করেছিলেন। ভুক্তভোগীদের সাথে দ্রুত যোগাযোগ করা হবে এবং পুনরায় সরকারের সাথে তাদের কাজের প্রক্রিয়া শুরু করা হবে।"
ইন্টারনেট শাটডাউনের প্রসঙ্গে তিনি বলেন, "আজকে আমরা একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পাবো। যেহেতু আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, এই রিপোর্টের ওপর নির্ভর করে প্রয়োজন অনুসারে আবারো তদন্ত করা হবে।"
ইন্টারনেট বন্ধের প্রক্রিয়ায় যদি সরকারের কোনো লোক, সংস্থা বা মন্ত্রী জড়িত থাকলে অবশ্যই বিচার করা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, "এটি মানুষের মানবাধিকারের বিষয়। যারা এটি করেছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। এটি বন্ধ করে শত শত মানুষ হত্যা করা হয়েছে।"
নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, "প্রকল্পগুলোর পেছনে দুর্নীতি করার উদ্দেশ্য থাকে। আমাদের যতটুকু প্রয়োজনীয়তা ও সামর্থ্য আছে, তার ভেতরেই আমাদের কাজ করতে হবে।"
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com