বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের পর এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পাশে দাঁড়ালেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
গতকাল সোমবার র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নব নির্বাচিত শিল্পী সমিতির সদস্যরা।
এসময় র্যাব মহাপরিচালক শিল্পীদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন। এছাড়া বিদেশী শিল্পীরা ওয়ার্ক পারমিট ছাড়া ট্যুরিস্ট ভিসায় অনিয়মের মাধ্যমে যাতে এদেশে এসে রাতের অন্ধকারে কাজ না করতে পারে এ ব্যপারে র্যাব ব্যবস্থা নেবে বলে জানান।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গতকাল মতবিনিময় সভায় পাইরেসি নির্মূলে অগ্রণী ভূমিকা রাখার জন্য র্যাবকে ধন্যবাদ দিয়ে পাইরেসিকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চলচিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ, অঞ্জনা সুলতানা, পপি, ইমন, তমা মির্জা, অধরা খান।
এর আগে, গত রবিবার আইজিপি শহীদুল হকের আমন্ত্রণে পুলিশ হেডকোয়ার্টারে গেলে সমিতির অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩ লাখ টাকা অনুদান দেন পুলিশ প্রধান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com