মাহ্দী শিশির, ক্যাম্পাস প্রতিনিধি,আইআইইউসি : বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো গত ২৯ জানুয়ারী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয় সংবাদ সম্মেলনে ভিসি মহোদয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করেন এবং কর্তৃপক্ষ বিশ্বরোড সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট থেকে ক্যাম্পাসের অভ্যন্তর পর্যন্ত এলাকায় সব ধরনের মিছিল-মিটিং, সভা-সমাবেশ সহ যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে।
আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপরোক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর মোস্তফা মনির চৌধুরী।
উল্লেখ্য যে, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম এবং পার্মানেন্ট হল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এবং সেসাথে সকল গত ১৫-১৮ ফেব্রুয়ারিতে সকল হল শিক্ষার্থীকে পার্মানেন্টলি হল ছাড়ার নোটিশ দিয়ে সিন্ডিকেট সভা ১০ শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি সিদ্ধান্ত দিয়ে ২৪ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় খোলার নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।