বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকা দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) আতিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতাদের আলোচনা হয়েছে। আলোচনায় আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, নীতিমালা না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অ্যাম্বুলেন্সকে ট্যাক্স-টোকেন ফিটনেস ও কাগজ সংক্রান্ত বিষয়ে মামলা দেওয়া হবে না। এই আশ্বাসের ভিত্তিতে এবং চলমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনা করে আমাদের ধর্মঘট আপাতত জন্য স্থগিত করা হয়েছে।
নীতিমালা তৈরির আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।