মার্কিন টেক জায়ান্ট অ্যাপল চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের আইফোন প্রতি ১৫১ ডলার বা সাড়ে ১২ হাজার টাকা লাভ করেছে।
সম্প্রতি মার্কেট মনিটর প্রোগ্রাম ফর কোয়ার্টার ৩ রিপোর্টে এ তথ্য জানিয়েছে রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট। আর লাভের দিক দিয়ে অ্যাপলের পরেই রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রতি ফোনে স্যামসাং লাভ করেছে ৩১ ডলার।
তবে স্যামসাংয়ের চেয়ে অ্যাপলের প্রতি ফোনে আয়ের পরিমাণ পাঁচ গুণ বেশি এবং চাইনিজ ব্র্যান্ডগুলোর চেয়ে যা ১৪ গুণ বেশি। চাইনিজ ব্র্যান্ড হুয়াওয়ে, অপ্পো ও ভিভো ফোন প্রতি লাভ করেছে যথাক্রমে ১৫, ১৪ ও ১৩ ডলার।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় পুরো বিশ্বজুড়ে মোবাইল হ্যান্ডসেটে লাভের পরিমাণ ১৩ শতাংশ বেড়েছে। স্যামসাং ও চাইনিজ ব্র্যান্ডগুলোর দাপটই এর প্রধান কারণ।তৃতীয় প্রান্তিকে নোট ৮ ও এস৮ সিরিজের কল্যাণে স্যামসাংয়ের লাভ হয় ২৬ শতাংশ।
অন্যদিকে, হুয়াওয়ের লাভ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। অনেকে ধরনের প্রাইস রেঞ্জের ফোন আনায় তাদের বিক্রি বেড়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com