বছর ঘুরতে চললো ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু ওর্ডকে নিয়োগ দেয়া হয়েছে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে; কিন্তু এত দিনেও জাতীয় দল হাতে পাননি তিনি। পাবেন কী করে? ২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের কাছে হারের পরতো আর জাতীয় দলই গঠন হয়নি।
অবশেষে দীর্ঘদিন পর জাতীয় দল পাচ্ছেন ওর্ড। ২৭ মার্চ লাওসের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, আগস্টে এশিয়ান গেমস এবং সেপ্টেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আবাসিক ক্যাম্প। বিকেএসপিতে অনুষ্ঠিতব্য এ ক্যাম্পের জন্য ৩৫ জনের একটি তালিকা তৈরি করেছেন প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড।
বিদায়ী মৌসুমে ঘরোয়া ফুটবলে এবং বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে যারা ভালো পারফরম্যান্স করেছেন তাদেরই ক্যাম্পে রেখেছেন জাতীয় দলের কোচ। তবে ৩৫ জনের মধ্যে ২৬ ফুটবলার যোগ দেবে ১৩ ফেব্রুয়ারি। বাকি ৯ জন ক্যাম্পে যোগ দেবেন ২১ ফেব্রুয়ারি। এএফসি কাপের কারণে প্রাথমিক তালিকায় আবাহনীর কোনো খেলোয়াড় রাখা হয়নি। এ তালিকায় সর্বাধিক ৯ ফুটবলার চট্টগ্রাম আবাহনীর।
এ তালিকায় নতুন মুখ ১৭ । বাকিরা কখনো জাতীয় দলের জার্সি পড়েছেন কিংবা আগে ক্যাম্পে ডাক পেয়েছেন। এক কথায় তারুণ্যের দিকেই বেশি নজর দিয়েছেন ওর্ড। মাহফুজ হাসান প্রীতম, মো. জাহিদ, পাশবন মোল্লা, আবু সুফিয়ান সুফিল, মনজুর রহমান মানিক, বিপলু আহমেদ, সাদ্দাম হোসেন অ্যানি, জাবেদ খান, আলী হোসেন, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান জিকু,মতিন মিয়া, মো. ইব্রাহিম, রহিম উদ্দিন, রহমত মিয়া, মো. স্বাধীন ও সুশান্ত ত্রিপুরা এই প্রথম জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন।
ভুটানের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- এনামুল, এমিলি, মিশু, সাখাওয়াত রনি, সোহেলে রানা, নেহাল।
৩৫ জনের প্রাথমিক তালিকা
মাহফুজ হাসান প্রীতম, মো. জাহিদ, পাশবন মোল্লা, মামুনুল ইসলাম মামুন, ফয়সাল মাহমুদ, তকলিস আহমেদ, বিপলু আহমেদ, মনজুর রহমান মানিক, সাদ্দাম হোসেন অ্যানি, মিতুল হাসান, ইয়াসিন খান, জাবেদ খান, আলী হোসেন, ফজলে রাব্বি, উত্তম কুমার বণিক, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, হেমন্তু ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, মতিন মিয়া, মো. ইব্রাহিম, মো. স্বাধীন, রহমত মিয়া, রহিম উদ্দিন, আবু সুফিয়ান সুফিল, নুরুল নাইয়ুম ফয়সাল, আশরাফুল ইসলাম রানা, জাহিদ হোসেন, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, আব্দুলাহ, জাফর ইকবাল এবং তৌহিদুল আলম সবুজ।