অাব্বা-মা ছাড়া কিছুই বলতে পারছে না সে

লেখক:
প্রকাশ: ৬ years ago

এলোমেলো খালি গায়ে ঘুরতে দেখে ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরকে বালিয়াকান্দি থানা পুলিশের হেফাজতে রেখে যায় স্থানীয়রা।

গতকাল সোমবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। প্রতিবন্ধী কিশোরের নাম-পরিচয় জানার চেষ্টা করা হলে অাব্বা-মা ছাড়া অার কিছুই বলতে পারেনি সে।

বালিয়াকান্দি থানা পুলিশ কিশোরটিকে খালি গায়ে দেখে নতুন পোশাক কিনে দিয়েছে। সেই সঙ্গে কিশোরটির পরিবারের সন্ধ্যানে কাজ করছে পুলিশ।

বালিয়াকান্দি থানা পুলিশের ওসি হাসিনা বেগম জানান, সোমবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার থেকে কয়েকজন ব্যক্তি প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করে। পরে তাকে থানায় নিয়ে আসে তারা।

ওসি বলেন, প্রতিবন্ধী কিশোরের গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, আনুমানিক উচ্চতা ৪ ফুট। সে কথা বলতে পারে না। শুধু আব্বা-মা বলতে পারে। তাকে নতুন পোশাক কিনে দেয়া হয়েছে এবং নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। কেউ কিশোরের পরিবারের সন্ধান জানলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার জানান, থানা পুলিশের ওসি লিখিতভাবে জানালে ওই প্রতিবন্ধী কিশোরের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।