ঈদে মুক্তি পাওয়া ‘অহংকার’ ছবিটি নিয়ে অহংকারী হয়ে উঠেছেন শাকিব খান। উচ্ছ্বাস প্রকাশ করে লন্ডন থেকে মুঠোফোনে তিনি বলেন, ছবিটি মুক্তির পর এটির বিরুদ্ধে নকলের অভিযোগ এবং ব্যবসা ভালো যাচ্ছে না দেখে সবার মতো আমিও হতাশ হয়েছিলাম।
কিন্তু ছবিটি ধীরে ধীরে এসব প্রতিকূলতা কাটিয়ে উঠে এখন দর্শকের মন জয় করে আরও বেশি হলে মুক্তি পাওয়ায় আমি খুবই খুশি। মানে প্রতিবারের মতো এবারও আমার ছবি সফল। ছবিটি ঈদে মুক্তি পায় ১১৯টি সিনেমা হলে। আর তৃতীয় সপ্তাহে এসে এটি এখন চলছে ১৪২টি সিনেমা হলে। মানে ছবিটি দর্শকের মন জয় করতে সমর্থ হয়েছে। শাকিব বলেন, আমি এই ছবির নির্মাতা শাহাদাৎ হোসেন লিটনের ২৪টি ছবিতে কাজ করেছি। তিনি খুব দক্ষ নির্মাতা। তার কোনো ছবিই এখন পর্যন্ত ফ্লপ হয়নি। ঈদে মুক্তি পাওয়ার পর ব্যবসা ভালো না হওয়ায় মধুমিতা হল থেকে ছবিটি নামিয়ে ফেলার কথা ছিল। কিন্তু সপ্তাহের শেষ দিকে এসে ব্যবসা চাঙ্গা হওয়ায় এটি এখন এই সিনেমা হলে তৃতীয় সপ্তাহ চলছে। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, ছবিটির নির্মাণশৈলি আর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আসলে কোরবানির ঈদের প্রথম সপ্তাহে ব্যস্ততা আর বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে থাকে বলে ছবির ব্যবসা ভালো হয় না। আশার কথা হলো ছবিটি দেখতে অনেক দিন পর প্রচুর মহিলা দর্শকের সমাগম হচ্ছে। মধুমিতার পাশাপাশি বলাকা, চিত্রা মহলসহ দেশের সব সিনেমা হলে ছবিটি এখন হাউসফুল ব্যবসা করছে বলে হল মালিকরা জানান।