২০০৯ ও ২০১৪ যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠেছিলেন বটে, তবে চ্যাম্পিয়ন হতে পারেননি ক্যারোলিন ওজনিয়াকি। দু'বারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দানিশ তারকাকে। অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় গ্র্যান্ডস্ল্যামের খেতাব হাতে তুললেন তিনি। তবে ফ্ল্যাশিং মিডোয় নয়, রড লেভার এরিনায়।
বিশ্বের এক নম্বর তথা শীর্ষ বাছাই রোমানিয়ান তারকা সিমোনা হালেপকে পরাস্ত করে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হিসেবে আত্মপ্রকাশ করেন ওজনিয়াকি।
সব মিলিয়ে ৪৩ বারের চেষ্টায় শেষমেশ গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়নের পালক নিজের মুকুটে তুললেন ওজনিয়াকি। ২ ঘণ্টা ৪৯ মিনিটের ফাইনালে হালেপকে তিনি হারিয়ে দেন ৭-৬ (৭-২), ৩-৬, ৬-৪ সেটে। রোমানিয়ান তরুণীকে হতাশ করে কেবল অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাই ছিনিয়ে নিলেন না ওজনিয়াকি, বরং হালেপের কাছ থেকে বিশ্ব ব়্যাংকিংয়ের এক নম্বরের সিংহাসনও ছিনিয়ে নেন।
ম্যাচের আগে দুই তারকাই কার্যত একই মেরুতে দাঁড়িয়ে ছিলেন। ওজনিয়াকির মতো হালেপও নিজের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে জায়গা করে নিয়েছিলেন।
এর আগে ২০১৪ ও ২০১৭ ফরাসি ওপেনের খেতাবি লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি। টুর্নামেন্ট শেষ করেছিলেন রানার্স হয়ে। ছবিটা বদলাতে পারলেন না অস্ট্রেলিয়ান ওপেনেও। গত দু'বারের মতো এবারও তাকে রানার্সের ট্রফি নিয়েই কোর্ট ছাড়তে হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com