অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি

লেখক:
প্রকাশ: ৫ years ago

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যার পর জ্বর এবং শ্বাসকষ্ট শুরু নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গান্ধী পরিবারের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কংগ্রেসের দলীয় সূত্রের বরাতে জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছেন। চিকিৎসা নিতে একাধিকবার যুক্তরাষ্ট্রেও গিয়েছেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের আগে নেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কংগ্রেস কর্মীরা।

সোনিয়া গান্ধী ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) বর্তমান সভাপতি এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী। তার জন্ম ১৯৪৬ সালে ৯ ডিসেম্বর। তার দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি ছিলেন।