অসুস্থ শুটার সাবরিনাকে দেখতে হাসপাতালে নারী ক্রীড়া সংগঠকরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

কমনওয়েলথ শুটিং ও সাফ গেমসে সোনাজয়ী শুটার সাবরিনা সুলতানা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। মেরুদণ্ডে সমস্যা থাকায় ঠিকমতো চলাফেরা করতে পারছেন না তিনি।

সাবরিনাকে দেখতে শুক্রবার রাতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলির নেতৃত্বে সাবরিনাকে দেখতে যান যুগ্ম সম্পাদক ফরহাদ জেসমিন লিটি, সদস্য সৈয়দা মরিয়ম তারেক, কামরুন্নাহার হিরুসহ অন্য কর্মকর্তারা।

সাবরিনা সুলতানা বাংলাদেশের শুটিং ইতিহাসের অন্যতম সফল তারকা। বিদেশের মাটিতে দেশের পতাকা ওড়ানো এই ক্রীড়াবিদ চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহায়তার আবেদন করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সাবরিনার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিয়েছে।

মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দা মরিয়ম তারেক বলেন, ‘সাবরিনা দেশের ক্রীড়াঙ্গনের বড় তারকা। এখন সে গুরুতর অসুস্থ। আমরা তাকে সান্ত্বনা ও সাহস দিতে দেখা করতে গিয়েছিলাম। আমাদের দেখে সাবরিনা কান্নাকাটিও করেছে।’ এ সময় সাবরিনা সুলতানার স্বামী আরেক তারকা শুটার সাইফুল আলম রিংকি ও তাদের দুই সন্তান উপস্থিত ছিলেন।