অসহায় সেই মায়ের পাশে বরিশাল রেঞ্জ ডিআইজি

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের অসহায় বৃদ্ধা মনোয়ার বেগমের ৬ সন্তানের সকলেই পেশাজীবী হওয়া স্বত্বেও ভরণপোষনের অভাবে তিনি জর্জরিত। এই অসহায় মায়ের খবর দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম পিপিএম। সকাল সাড়ে ৯ টায় শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তার সাথে ছিলেন পুলিশ সুপার বরিশাল, হাসপাতালের পরিচালক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।ডি আই জি এই অসহায় মাকে তাতক্ষনিকভাবে চিকিৎসারর জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান  করেন। তিনি বলেন, এই অসহায় নারীর চিকিৎসার ব্যয়ভার পুলিশের পক্ষ থেকে বহন করা হবে এবং তার অনুমতি ও তদন্ত সাপেক্ষে প্রচলিত আইনে তার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।