আবারও জাদু দেখালেন রিচার্লিসন। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পর এবার করলেন জোড়া গোল। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সৌদি আরবের বিপক্ষে দারুণ জয়ে পেয়েছে তারা। তবে অলিম্পিক থেকে ছিটকে গেছে জার্মানি। তাদের রুখে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট।
তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৭। সমান ম্যাচে একটি জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের ব্রাজিলের সঙ্গী হয় আইভরি কোস্ট। একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে জার্মানি। আসরের তিন ম্যাচে হারা সৌদি আরব কোনো পয়েন্ট পায়নি।
বুধবার সাইতামা স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে দুটি গোল করেন রিচার্লিসন। অপর গোলটি আসে ম্যাথিয়াস কুনহার কাছ থেকে। সৌদির পক্ষে একমাত্র গোলটি করেছেন আব্দুলেলাহ আল-আমরি।
শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকা ব্রাজিল এগিয়ে যায় ম্যাচের ১৪তম মিনিটেই। ক্লাউদিনহোর নেওয়া কর্নার কিক থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন কুনহা। তবে ২৭তম মিনিটেই সমতায় ফেরে সৌদি। সালমান আল-ফারাজের নেওয়া ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়ান আল-আমরি।
৭৬তম মিনিটে রিচার্লিসনের গোলে ফের এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারেসের ফ্রিকিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন এ এভারটন তারকা। এরপর ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন রিচা। রিনিয়ারের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।
'ডি' গ্রুপের অপর ম্যাচে রিফুর মিয়াগি স্টেডিয়ামে আইভরি কোস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে জার্মানি। আইভরি কোস্টের গোলটি আসে আত্মঘাতী থেকে। জার্মানির হয়ে গোলটি করেন এডওয়ার্ড লোয়েন।
ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি সমান তালে খেলতে থাকা দলদুটির কেউই। তবে ৬৭তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পরে জার্মানি। বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান বেঞ্জামিন হেনরিকস। তবে ছয় মিনিট পরই সমতায় ফেরে জার্মানরা। ম্যাক্স ক্রুসের ক্রস থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লোয়েন।
এরপর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানরা। কিন্তু জমাট রক্ষণে তাদের আটকে রাখে আইভরি কোস্ট। তাতে নকআউট পর্বের টিকেট পেয়ে যায় দলটি।
মূলত জার্মানি ব্রাজিলের সঙ্গে ২-৪ গোলের হারাই কাল হয়ে দাঁড়ায় জার্মানদের জন্য। যেখানে ব্রাজিলকে রুখে দেয় আইভরি কোস্ট।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com