নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদের খাদেম মো. আলী আকবর মোয়াজ্জেম (৬৫) দীর্ঘ ৯ মাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু ধারদেনায় চালানো চিকিৎসার খরচ, হাসপাতালের বিল ও অ্যাম্বুলেন্স ভাড়া মেটাতে না পারায় মরদেহ বাড়ি আনা সম্ভব হচ্ছিল না। অর্থাভাবে হাসপাতালে পড়ে ছিল মরদেহ।
এ অবস্থায় অসহায় হয়ে কাঁদছিলেন মরহুমের ছেলে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, বাবার চিকিৎসার খরচ চালাতে ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছি। এখন হাসপাতালের বিল ও অ্যাম্বুলেন্স খরচ মিলিয়ে ১৯ হাজার ৫০০ টাকা লাগবে। কিন্তু আমাদের কাছে টাকা নেই। তাই বাবার মরদেহ বাড়িতে আনতে পারছি না।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়তুল আমান জামে মসজিদের খতীব মাওলানা মুফতি জাকারিয়া রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, মরহুম আলী আকবর মোয়াজ্জেম ছিলেন মসজিদের নিবেদিতপ্রাণ খাদেম। জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। সামান্য টাকার অভাবে তার মরদেহ হাসপাতালের বারান্দায় পড়ে থাকা সত্যিই মর্মান্তিক।
খবরটি পাওয়া মাত্রই নোয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি ও সাংবাদিক হামিদ রনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে সমাজের মানবিক ও বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন করেন। অল্প সময়ের মধ্যে পোস্টটি সাড়া ফেলে।
এরপর ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম মরহুমের সমস্ত খরচ বহন করার উদ্যোগ নেন। এ ছাড়া, মোহাম্মদ আনসারী নামে আরও এক মানবিক ব্যক্তি সমপরিমাণ অর্থ নিহতের ছেলের বিকাশে পাঠান। দেশ-বিদেশ থেকে অনেক মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা পাঠান।
এ বিষয়ে হামিদ রনি ঢাকা পোস্টকে বলেন, সামান্য টাকার অভাবে মরদেহ হাসপাতালে পড়ে থাকা সত্যিই হৃদয়বিদারক। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে এসে এ ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আশা করি, আমাদের সামান্য সহায়তা এই পরিবারকে স্বস্তি দিতে পারবে।
সবার সহযোগিতায় হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম তার বাবার মরদেহ বাড়িতে আনার ব্যবস্থা করেছেন। তিনি সমাজের সব মানবিক ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com